পর্বঃ-০৫ ┇ দুই বোনের ইসলাম গ্রহনের কাহিনী ┇ ফেরা ┇ Islamic Audio Book ┇ Fahim 3M ┇

Description

📚বইঃ-ফেরা-১📚

🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
🔷সকল পর্ব পাবেন এখানে🔷
https://youtube.com/playlist?list=PLZkv6D_e8R8Hae9nN4Dj3F940lUFpTmh8

📚বই রিভিউ📚
একটা বইয়ের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, কোন বই এবং কী নিয়ে আশা করছি পড়তে পড়তে বুঝতে সক্ষম হবেন। শুরু করি,

সূর্য মামা উঠছে কিরণ ছড়াচ্ছে, সময় হলে সূর্য মামা চলে যাচ্ছে আর চাঁদ উঠছে, স্নিগ্ধতা ছড়াচ্ছে, সময় হলে চাঁদ মামা ও চলে গিয়ে আবার সূর্য মামা এভাবেই চলছে। প্রত্যেকটা কিছুই বিশ্ব মন্ডলে কত সুন্দরভাবেই না শৃঙ্খলার সাথে ঘটে যাচ্ছে তাই না??

আর এই সৌন্দর্য, এত শৃঙ্খলা, নিয়ম, বণ্টন তো আপনা-আপনি কখনোই হতে পারে না তাই না?? এর পেছনে মহান কেউ তো আছেন অবশ্যই। তা না হলে এত শৃঙ্খলা কখনোই সম্ভব নয়। আর এই মহান হলেন তিনিই, যিনি আমাদের সৃষ্টিকর্তা। মহান রাব্বুল আলামিন। বর্তমানে জ্ঞানের পরিসীমা অনেকদূর বেড়ে গেছে পূর্ববর্তী যুগের চেয়ে ও। যার কারণে মানুষ কোন কিছু বিশ্বাস করতে প্রমাণের উপর নির্ভর করে। কিন্তু জ্ঞানের পরিধি বাড়লেও জ্ঞানীদের পরিধি বাড়েনি। সেই আগের জায়গায়ই থেকে গেছে। তা না হলে কী আর এত সব প্রমাণ, এত সব প্রখর সত্য স্বচক্ষে দেখার, বা বুঝার ক্ষমতা থাকার পরে ও কি আমরা আমাদের রবকে চিনতে পেরেছি ঠিক মতো? কেন চোখ থাকার স্বত্তেও এত অন্ধ আমরা!!কেন চোখের কালো পর্দাটা সরিয়ে রবকে চিনে উঠতে পারছি না?? কেবল মাএ ভুল করে নাকি সত্যকে গ্রহণ করার মতো সাহস নেই আমাদের তাই?? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে ও অনেকেই রবকে চিনতে পারে না। তারা কেবল বলা যায়, নামকে ওয়াস্তে মুসলিম। তাদের হালাল-হারামের অঙ্কটা ঠিক মিলে না। হালাল - হারাম আলাদা অধ্যায় হলেও তাদের কাছে একই, যার কারণে তারা ডুবে থাকে গুনাহ এর সাগরে, ভুল-ভ্রান্তির সাগরে। তারা কতটা যে নিবোর্ধ, তারা পরকালের কথা ভুলে গিয়ে, পরকালের শাস্তির জন্য নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে। এসব কথা ভাবলে যেমন মনটা ভারি হয়ে বিষন্নতায় ভরে যায় তেমনি কিছু সত্য ঘটনা শুনলে মনটা আনন্দে আচ্ছাদিত হয়ে যায়, ঠিক তখনই যখন শুনি খ্রিষ্টান অর্থাৎ, অমুসলিম দুটি মেয়ে সত্য ধর্মকে খুঁজে সেই সত্য, পবিত্র ধর্ম '''ইসলাম''' কে গ্রহণ করেছে।

হ্যাঁ, আমি সেই বইটির কথা বলছি, বইটির নাম ' ফেরা'''' লেখক '''' সিহিন্তা শরীফা, নাইলাহ আমাতুল্লাহ''।।।

ইসলাম এমন একটা সত্য ধর্ম যাতে পূর্ণ ইমানে বলিয়ান হলে দুনিয়া ভেঙে চূড়ে ছারখার হয়ে যাক, কিন্তু যে মন থেকে বিশ্বাসী, তার জন্য দুনিয়া হলো আসল মুক্তোর সন্ধানে এক মরিচীকা। কারণ দুনিয়া পরো জায়গাটায় আমাদের সকলের জন্য মরিচীকা, যেখানে ধোঁকা আমাদের খেতেই হয়। কিন্তু এই ধোঁকার পেছনে সূক্ষ্ম শিক্ষার বিষয় জড়িয়ে থাকে, যেটা সকলে বুঝে না, আর যারা বুঝতে তারা তো অবশ্যই প্রকৃত ইমানদার কারণ তারা জানে, রব কে, সত্য ধর্ম কোনটা!!

তেমনি অমুসলিম দুই বোন, যখন সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে তখন তাদের পোহাতে হয় নানা কষ্টের দিন কি রাত।
তাদের পেরোতে হয় প্রবল ঝড়ের মধ্যে দিয়ে আর সে ঝড় সামান্য কোন ঝড় নয়। যে ঝড় তাদেরকে এনে দিতে পারে সত্যের কিনারায়।

'ফেরা'''' বইটিতে লেখা দুটো বোনের ইসলাম গ্রহণের ধর্ম, এসব কাহিনী কেবল কল্পনা কিংবা জল্পনা নয়, যাকে বলে বাকরুদ্ধ করা সত্য ঘটনা,.,.,., তাদের দুই বোনের নাম ও ইসলাম গ্রহণের পরে পরিবর্তন করা হয়, এর আগে তাদের নাম, সিহিন্তা বা নাইলাহ্ ছিল না। তবে এ নামটা অর্জনের জন্য ও তাদেরকে প্রচুর কষ্ট করতপ হয়। অথচ, আমরা সে ইসলাম ধর্মকে ইসালামিক নাম কে কত সহজে পেয়ে ও বুঝে উঠতে ব্যর্থ, হাই আপসোস ।কত কষ্টের মধ্যে দিয়েই না তাদের যেতে হয়, তাদের কে নিজের জন্মদাত্রি মাকে ত্যাগ করতে হয়, নিজরে পরিবার কে ত্যাগ করতে হয়, সকলকে অসন্তুষ্ট করতে হয়, কেবল মাএ আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য।। আর আল্লাহ ঘোষণা ও দিয়েছেন, "যারা আমাকে সন্তুষ্ট করতে গিয়ে অপরকে অসন্তুষ্ট করবে, বা মনে আঘাত করবে, আমি তাদেরকে ও তাদের মনকে তোমাদের প্রতি আবার ভালোবাসার সৃষ্টি করে দিবো।।এবং আমরা তার প্রমাণ পেয়ে ও গিয়েছি,,,,
আর তাদের জীবনে ইসলাম কেমন মোড় এনে দিয়েছিল তা না হয় বই পড়েই জেনে নিব সকলে??বইটির রিভিউর মাধ্যমে একটা মেসেজ সকলকে দিতে চাই,,,

যারা মুসলিম হয়ে জন্ম নিয়ে ও ইসলামকে বুঝতে ব্যর্থ তাদের জন্য বড্ড কষ্ট অনুভূত করি আজকাল। তাই সত্যের আলোর যে টুকরো হাতে পেয়েছে, ইসলাম কে) স্বয়ং মহান রাব্বুল আলামিনের কাছ থেকে, সেই সত্য কে দুনিয়াবি জং ধরা, অসত্যের টুকরো হাতে পাওয়ার জন্য কিংবা আসল মুক্তো ইসলাম কে না বুঝে নকল মুক্তো দুনিয়ার পেছনে ছুটবেন না।।।।

কারণ দেখবেন নকল মুক্তো দুনিয়া খুঁজতে খুঁজতে একদিন হয় তো চোখের পলক স্থির হয়ে গেছে আর নিঃশ্বাস বইছে না তখন করার কিছুই থাকবে না। তখন না পাবেন ইহকালের মনস্তাত্বিক শান্তি না পাবেন পরকালের শান্তি।

ফিরে আসুন, আর একটু চোখ মেলে দেখার চেষ্টা করুন আর সত্য কে উপলব্ধি করতে শিখুন দেখবেন, তখন দুনিয়ার মরিচীকা ও স্বচ্ছ কাচের পর্দা হয়ে গেছে।অদ্বিতীয় তুমি হে রব,,,
তুমার খোঁজে আমি এক পথিক,
যার রাস্তা কোথায় গিয়ে থামবে কেবল
তুমি ই জানো মোর হে রব,,,,
* কবিতার চার লাইন নিজের বানানো,,।।। ***
'''''ফেরা''' বইয়ের নয়)

Details

131 Views
📚বইঃ-ফেরা-১📚

🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
🔷সকল পর্ব পাবেন এখানে🔷
https://youtube.com/playlist?list=PLZkv6D_e8R8Hae9nN4Dj3F940lUFpTmh8

📚বই রিভিউ📚
একটা বইয়ের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, কোন বই এবং কী নিয়ে আশা করছি পড়তে পড়তে বুঝতে সক্ষম হবেন। শুরু করি,

সূর্য মামা উঠছে কিরণ ছড়াচ্ছে, সময় হলে সূর্য মামা চলে যাচ্ছে আর চাঁদ উঠছে, স্নিগ্ধতা ছড়াচ্ছে, সময় হলে চাঁদ মামা ও চলে গিয়ে আবার সূর্য মামা এভাবেই চলছে। প্রত্যেকটা কিছুই বিশ্ব মন্ডলে কত সুন্দরভাবেই না শৃঙ্খলার সাথে ঘটে যাচ্ছে তাই না??

আর এই সৌন্দর্য, এত শৃঙ্খলা, নিয়ম, বণ্টন তো আপনা-আপনি কখনোই হতে পারে না তাই না?? এর পেছনে মহান কেউ তো আছেন অবশ্যই। তা না হলে এত শৃঙ্খলা কখনোই সম্ভব নয়। আর এই মহান হলেন তিনিই, যিনি আমাদের সৃষ্টিকর্তা। মহান রাব্বুল আলামিন। বর্তমানে জ্ঞানের পরিসীমা অনেকদূর বেড়ে গেছে পূর্ববর্তী যুগের চেয়ে ও। যার কারণে মানুষ কোন কিছু বিশ্বাস করতে প্রমাণের উপর নির্ভর করে। কিন্তু জ্ঞানের পরিধি বাড়লেও জ্ঞানীদের পরিধি বাড়েনি। সেই আগের জায়গায়ই থেকে গেছে। তা না হলে কী আর এত সব প্রমাণ, এত সব প্রখর সত্য স্বচক্ষে দেখার, বা বুঝার ক্ষমতা থাকার পরে ও কি আমরা আমাদের রবকে চিনতে পেরেছি ঠিক মতো? কেন চোখ থাকার স্বত্তেও এত অন্ধ আমরা!!কেন চোখের কালো পর্দাটা সরিয়ে রবকে চিনে উঠতে পারছি না?? কেবল মাএ ভুল করে নাকি সত্যকে গ্রহণ করার মতো সাহস নেই আমাদের তাই?? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে ও অনেকেই রবকে চিনতে পারে না। তারা কেবল বলা যায়, নামকে ওয়াস্তে মুসলিম। তাদের হালাল-হারামের অঙ্কটা ঠিক মিলে না। হালাল - হারাম আলাদা অধ্যায় হলেও তাদের কাছে একই, যার কারণে তারা ডুবে থাকে গুনাহ এর সাগরে, ভুল-ভ্রান্তির সাগরে। তারা কতটা যে নিবোর্ধ, তারা পরকালের কথা ভুলে গিয়ে, পরকালের শাস্তির জন্য নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে। এসব কথা ভাবলে যেমন মনটা ভারি হয়ে বিষন্নতায় ভরে যায় তেমনি কিছু সত্য ঘটনা শুনলে মনটা আনন্দে আচ্ছাদিত হয়ে যায়, ঠিক তখনই যখন শুনি খ্রিষ্টান অর্থাৎ, অমুসলিম দুটি মেয়ে সত্য ধর্মকে খুঁজে সেই সত্য, পবিত্র ধর্ম '''ইসলাম''' কে গ্রহণ করেছে।

হ্যাঁ, আমি সেই বইটির কথা বলছি, বইটির নাম ' ফেরা'''' লেখক '''' সিহিন্তা শরীফা, নাইলাহ আমাতুল্লাহ''।।।

ইসলাম এমন একটা সত্য ধর্ম যাতে পূর্ণ ইমানে বলিয়ান হলে দুনিয়া ভেঙে চূড়ে ছারখার হয়ে যাক, কিন্তু যে মন থেকে বিশ্বাসী, তার জন্য দুনিয়া হলো আসল মুক্তোর সন্ধানে এক মরিচীকা। কারণ দুনিয়া পরো জায়গাটায় আমাদের সকলের জন্য মরিচীকা, যেখানে ধোঁকা আমাদের খেতেই হয়। কিন্তু এই ধোঁকার পেছনে সূক্ষ্ম শিক্ষার বিষয় জড়িয়ে থাকে, যেটা সকলে বুঝে না, আর যারা বুঝতে তারা তো অবশ্যই প্রকৃত ইমানদার কারণ তারা জানে, রব কে, সত্য ধর্ম কোনটা!!

তেমনি অমুসলিম দুই বোন, যখন সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে তখন তাদের পোহাতে হয় নানা কষ্টের দিন কি রাত।
তাদের পেরোতে হয় প্রবল ঝড়ের মধ্যে দিয়ে আর সে ঝড় সামান্য কোন ঝড় নয়। যে ঝড় তাদেরকে এনে দিতে পারে সত্যের কিনারায়।

'ফেরা'''' বইটিতে লেখা দুটো বোনের ইসলাম গ্রহণের ধর্ম, এসব কাহিনী কেবল কল্পনা কিংবা জল্পনা নয়, যাকে বলে বাকরুদ্ধ করা সত্য ঘটনা,.,.,., তাদের দুই বোনের নাম ও ইসলাম গ্রহণের পরে পরিবর্তন করা হয়, এর আগে তাদের নাম, সিহিন্তা বা নাইলাহ্ ছিল না। তবে এ নামটা অর্জনের জন্য ও তাদেরকে প্রচুর কষ্ট করতপ হয়। অথচ, আমরা সে ইসলাম ধর্মকে ইসালামিক নাম কে কত সহজে পেয়ে ও বুঝে উঠতে ব্যর্থ, হাই আপসোস ।কত কষ্টের মধ্যে দিয়েই না তাদের যেতে হয়, তাদের কে নিজের জন্মদাত্রি মাকে ত্যাগ করতে হয়, নিজরে পরিবার কে ত্যাগ করতে হয়, সকলকে অসন্তুষ্ট করতে হয়, কেবল মাএ আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য।। আর আল্লাহ ঘোষণা ও দিয়েছেন, "যারা আমাকে সন্তুষ্ট করতে গিয়ে অপরকে অসন্তুষ্ট করবে, বা মনে আঘাত করবে, আমি তাদেরকে ও তাদের মনকে তোমাদের প্রতি আবার ভালোবাসার সৃষ্টি করে দিবো।।এবং আমরা তার প্রমাণ পেয়ে ও গিয়েছি,,,,
আর তাদের জীবনে ইসলাম কেমন মোড় এনে দিয়েছিল তা না হয় বই পড়েই জেনে নিব সকলে??বইটির রিভিউর মাধ্যমে একটা মেসেজ সকলকে দিতে চাই,,,

যারা মুসলিম হয়ে জন্ম নিয়ে ও ইসলামকে বুঝতে ব্যর্থ তাদের জন্য বড্ড কষ্ট অনুভূত করি আজকাল। তাই সত্যের আলোর যে টুকরো হাতে পেয়েছে, ইসলাম কে) স্বয়ং মহান রাব্বুল আলামিনের কাছ থেকে, সেই সত্য কে দুনিয়াবি জং ধরা, অসত্যের টুকরো হাতে পাওয়ার জন্য কিংবা আসল মুক্তো ইসলাম কে না বুঝে নকল মুক্তো দুনিয়ার পেছনে ছুটবেন না।।।।

কারণ দেখবেন নকল মুক্তো দুনিয়া খুঁজতে খুঁজতে একদিন হয় তো চোখের পলক স্থির হয়ে গেছে আর নিঃশ্বাস বইছে না তখন করার কিছুই থাকবে না। তখন না পাবেন ইহকালের মনস্তাত্বিক শান্তি না পাবেন পরকালের শান্তি।

ফিরে আসুন, আর একটু চোখ মেলে দেখার চেষ্টা করুন আর সত্য কে উপলব্ধি করতে শিখুন দেখবেন, তখন দুনিয়ার মরিচীকা ও স্বচ্ছ কাচের পর্দা হয়ে গেছে।অদ্বিতীয় তুমি হে রব,,,
তুমার খোঁজে আমি এক পথিক,
যার রাস্তা কোথায় গিয়ে থামবে কেবল
তুমি ই জানো মোর হে রব,,,,
* কবিতার চার লাইন নিজের বানানো,,।।। ***
'''''ফেরা''' বইয়ের নয়)

Related Audio Books

পর্বঃ-০১ | পৃথিবীর পথে পথে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book
পর্বঃ-০১ | পৃথিবীর পথে পথে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০২ | সুখের সংজ্ঞা | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book |Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-০২ | সুখের সংজ্ঞা | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book |Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০৩ | টুকরো টুকরো গল্প | অনেক আধাঁর পেরিয়ে | Fahim 3M by Islamic Audio Book|
পর্বঃ-০৩ | টুকরো টুকরো গল্প | অনেক আধাঁর পেরিয়ে | Fahim 3M by Islamic Audio Book| (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০৪ | আলেয়ার পিছে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-০৪ | আলেয়ার পিছে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০৫ | নিয়ামাত | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-০৫ | নিয়ামাত | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০৬ | ঠকাচ্ছি কাকে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-০৬ | ঠকাচ্ছি কাকে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০৭ | এসো তবে ফিরে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-০৭ | এসো তবে ফিরে | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০৮ | নামাজ | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-০৮ | নামাজ | অনেক আধাঁর পেরিয়ে | Islamic Audio Book | Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-০৯ | অধঃপতনের ব্যাকরন | অনেক আধাঁর পেরিয়ে | Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-০৯ | অধঃপতনের ব্যাকরন | অনেক আধাঁর পেরিয়ে | Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে
পর্বঃ-১০ | ব্যার্থানুবাদ সংকলন | অনেক আধাঁর পেরিয়ে | Fahim 3M by Islamic Audio Book |
পর্বঃ-১০ | ব্যার্থানুবাদ সংকলন | অনেক আধাঁর পেরিয়ে | Fahim 3M by Islamic Audio Book | (অনেক আধাঁর পেরিয়ে | [ সমাপ্ত ])
Insight Audio Book অনেক আধাঁর পেরিয়ে