📚বই রিভিউ📚
রমাদানের সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে রমাদান প্ল্যানারটি চমৎকার ভুমিকা রাখবে। তবে রমাদান প্ল্যানারটি রমাদানের অন্তত ১০ থেকে ১৫ দিন আগে সংগ্রহ করে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে, ইনশাআল্লাহ।
তবে একদিনেই অর্থাৎ হটাৎ করেই অনেক পরিবর্তন সম্ভব নয় অথবা কষ্টসাধ্য, তাই রমাদানের ১০-১৫ দিন আগে থেকেই প্ল্যান নিয়ে একটু একটু করে কুরআন, হাদিস ইত্যাদি শুরু করলে রমাদান প্ল্যানারটি মেইনটেইন করতে তেমন কষ্ট হবেনা।