Permission: https://ibb.co/Qf1kgx6
আস সালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ্, এই চ্যানেলটিতে আমি বিভিন্ন ইসলামিক বইয়ের অডিও লেকচার তৈরি করে আপলোড করাবো ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন(Subscribe us: https://www.youtube.com/c/asliabir ) এবং শেয়ার করে অন্যদের জানার ব্যবস্থা করে দিন। সাথে বেল বাটনটিও চেপে রাখতে পারেন সকল নতুন ভিডিও এর নোটিফিকেশন জানার জন্যে।
ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুনঃ
পেইজঃ https://www.facebook.com/iAudioBooks/
গ্রুপঃ https://www.facebook.com/groups/iAudioBooks/
আমাদের ইসলামিক বই গিফট করতে আমাদের পেইজে মেসেজ করুন। জাযাকাল্লাহ খায়ের।
নামঃ নবীজির পদাঙ্ক অনুসরণ
লেখকঃ ইবনু রজব হাম্বলী (রাহিমাহুল্লাহ)
অনুবাদকঃ সীরাত পাবলিকেশন
প্রকাশকঃ সীরাত পাবলিকেশন
মূল্যঃ ২৫০ টাকা
ISBN: 9789843445377
Edition: 1st Published, 2018
দেশঃ বাংলাদেশ
ভাষাঃ বাংলা
---------------------------------------------------------------------------------------------------------------------------------
সম্পূর্ণ প্লেলিস্টঃ
ইউটিউবঃ https://www.youtube.com/playlist?list=PL6AAfPzsBJ6tSnhNeadiVeRyLn5n0ellV
অডিওম্যাকঃ https://audiomack.com/playlist/6381031/8234101
---------------------------------------------------------------------------------------------------------------------------------
একটি হাদীস।১২ টি নসিহত। সেই ১২টি নসীহত নিয়েই বইটার ১২টি অধ্যায়। এক একটি অধ্যায় শেষ হবে, মনে হবে যেন মণি মুক্তার খনি। এই হাদিসের নসিহত নিয়ে ইবনুল কায়্যিম, মোল্লা আলী কারি, ইবনু আল্লান, ইবনু ইযয, ইবনু উসাইমিনের ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে। পুরো বইটা তাহকীক করা হয়েছে।
রিভিউঃ হানাস আস-সান'আনির সূত্রে ইমাম আহমাদ হাদিস বর্ণনা করেন যে, ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন,
"আমি নবীজি সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পেছনে বসা অবস্থায় তিনি বললেন, 'হে বালক, তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দিই, যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার সাধন করবেন।?' আমি বললাম, 'অবশ্যই।' তিনি সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'আল্লাহকে হেফাজত করো তিনি তোমাকে হেফাজত করবেন।"
-আহমাদ-২৮০৩, সহীহ। এছাড়াও হাদিসটি আরো অন্যান্য হাদিসের কিতাবে বিভিন্ন সূত্রের মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে।
" তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দিই, যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার সাধন করবেন?" এতটুকু কথাই হাদিসটির গুরুত্ব বোঝাতে ও একজন মুসলমানের মনে এর প্রতি আগ্রহ সৃষ্টি করতে যথেষ্ট ইন শা আল্লাহ। আমাদের আলোচ্য কিতাবটি এই হাদিসেরই ব্যাখ্যা গ্রন্থ। চমৎকার এই হাদিসে দুনিয়া ও আখিরাতে সফলতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাথেয় বাতলে দেওয়া হয়েছে।
বইটি ঈমাম মোট বারোটি অধ্যায়ে বিভক্ত করেছেন। উল্লেখিত হাদিস থেকে নেয়া বারোটি উপদেশ দিয়েই সাজানো এই অধ্যায়গুলো। অধ্যায়গুলো ঠিক এরকম,
১)আল্লাহকে হেফাজত করা,
২) আল্লাহ তোমার হেফাজত করবেন,
৩) আল্লাহ তোমার সাথে আছেন,
৪) আল্লাহকে জানা,
৫) আল্লাহর কাছে চাওয়া,
৬)আল্লাহর কাছে সাহায্য চাওয়া...ইত্যাদি।
প্রতিটি অধ্যায় যেনো এক একটি রত্নভান্ডার। প্রত্যেকটি উপদেশ বা বিষয়গুলো অত্যন্ত সহজ-সরল ও সুন্দরভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। উপদেশগুলো আপনাকে জীবনের সকল পরিস্থিতিতে আপনার চিন্তা-চেতনা ও কাজ-কর্মকে প্রভাবিত করার দাবি রাখে। সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করা, শুধু আল্লাহর কাছেই চাওয়া, আল্লাহর নির্ধারিত নিয়মকানুন মেনে চলা,তাকদিরের উপর বিশ্বাসের ফলে নিশ্চিন্ত হয়ে যাওয়া এগুলোই মূলত এই বইয়ের মূল বিষয়সমূহ।
বইয়ের শেষে পরিশিষ্ট আরো ছয়টি অধ্যায় যোগ করা হয়েছে। যেখানে একটি অধ্যায়ে আলোচিত হাদিসটির আরো অন্যান্য উৎস ও সেগুলো যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আরো তিনটি অধ্যায়ে তিনজন সালাফের উক্ত হাদিসের তিনটি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেয়া হয়েছে। আরেকটি অধ্যায়ে বিপদ-আপদ নিয়ে আল-ইযয ইবনু আব্দুস সালাম রাহিমাহুল্লাহর সুন্দর একটি আলোচনা এসেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ও অসম্ভব রকমের সুন্দর মনে হয়েছে ইবনু কায়্যিম রাহিমাহুল্লাহর ধৈর্য্য নিয়ে লিখা অধ্যায়টি। ইবনু কায়্যিম রাহিমাহুল্লাহর প্রজ্ঞা নিয়ে আমার বলার কোনো যোগ্যতাই নেই। নিজে থেকেই পড়ে দেখবেন ইন শা আল্লাহ।
সারকথা বইটি জীবনে নববী আদর্শে চলার পাথেয় হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাসী। যদি উপদেশগুলো তার সঠিক শিক্ষা অনুযায়ী হৃদয়ঙ্গম করা যায় ও সে অনুযায়ী আমল করা যায় ইন শা আল্লাহ। আমি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি বইটি পড়ে। দুয়া রইলো তাই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলের জন্যে। সুন্দর ও সুখপাঠ্য অনুবাদ ও প্রাসঙ্গিক এবং উপকারী টীকা সংযোজন করার জন্য বিশেষ প্রশংসা সিরাত পাবলিকেশনের জন্য।
"প্রতিটি মুমিনের উচিত এ হাদীসকে তার অন্তরের আয়নায় পরিনত করা, একে স্বতঃসিদ্ধ সত্য বলে জানা, একে বিপদের আশ্রয় ও আলোচনার বস্তু বানানো। স্থিতি ও গতির সকল অবস্থায় তার উচিত এই হাদীসের উপর আমল করা, তাহলেই সে আল্লাহ তা,আলার রহমতে দুনিয়ায় রক্ষা পাবে আর আখিরাতে সম্মানিত হবে।"
---------------------------------------------------------------------------------------------------------------------------------
বইটি কিনতেঃ https://www.rokomari.com/book/167718/nobijir-podangko-anusoron
---------------------------------------------------------------------------------------------------------------------------------
#নবীজির_পদাঙ্ক_অনুসরণ #বই #ইসলামিক_বই #সীরাত #প্রকাশনী #অডিওবুক #পিডিএফ