Playlist Audiobooks
Description
📚বইঃ-প্রশান্তির খোঁজে📚
🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
🔷সকল পর্ব পাবেন এখানে🔷
https://youtube.com/playlist?list=PLZkv6D_e8R8Fo4MvcZwYUSisXka2PiAET
📚বই রিভিউ📚
মানসিক শান্তির সন্ধানে”
বিশ্বাস ও শান্তির মাঝে সম্পর্ক রয়েছে;মানসিক ও শারীরিক শান্তি।
আল্লাহ বলেন,যারা আল্লাহর উপর সত্যিই বিশ্বাস স্থাপন করে,তারা আল্লাহর রাস্তায় এমন শান্তি খুঁজে পায়,যা তারা আর অন্য কিছুতে পায়না।
বিনোদনের জন্য আমরা মুভির পর মুভি দেখে যাই,কিন্তু এটি আমাদের সাময়িক শান্তি দেয়,এরপর আমরা অন্যকোনো বিনোদন খুজি।হয়ত গান শুনি,গেইম খেলি।কেউ বাস্তবতা কে সাময়িক ভুলে থাকার জন্য ড্রাগ নেয়,নেশা করে,পার্টি করে।এগুলো কোনটাই স্থায়ী ও স্থির প্রশান্তি দেয় না।
একসময় আমরা এসব বাদ দেওয়ার সিদ্ধান্ত নেই।ইবাদাত করি,আর আমাদের সেই কাংখিত শান্তি খুঁজে পাই যেন।কুরআনের সুমধুর তিলওয়াত,একটু মাটিতে হাত রেখে নিজেকে সমর্পনে যেন অন্তরের অশান্তির বিষাক্ত ধারা বের হয়ে যায়।
অনেক দিন ধরে বাসি পচা খাবার খেতে থাকলে হঠাৎ ভালো খাবার খেলে যেমন অসস্তি লাগে,তেমনি অনেকদিন পর ইবাদতে,নামাজে হয়ত মনোযোগ বসেনা।ঈমান সেই শান্তি ও সুস্থিরতা এনে দেয়।আমরা আর কোন বিরক্তির মাঝে থাকিনা।
আমারা এতটাই শান্তির মাঝে থাকি যে,আমাদের চোখের, কানের,ব্রেনের আলাদা আলাদা করে শান্তির পিছনে ছুটতে হয়না।।আমরা অনাবিল শান্তির মাঝে বিরাজ করি,মানসিক শান্তি!!!
সুবহানাল্লাহ!!!!!!
জগতের প্রতিটি মানুষ শান্তির পিছনে ছুটে।”কিছু একটা “তাকে যন্ত্রণা দেয়।।সে ভাবে আমি যদি এটা পেতাম তাহলে সুখী হতাম।যদি আমার এই পরিমান টাকা থাকত,যদি এই রকম বাড়ি থাকত,যদি ওই গাড়ি টা থাকত,যদি ওই ডিভাইস টা থাকত,ও-ই ভিডিও গেমস টা থাকত!আমি সুখী হতাম!
কিন্তু কতক্ষন থাকে সেই সুখ?
এরপর আমাদের সেটা ভালো লাগে না।
অন্য কিছুচাই!
আরও ভালো কিছু!!
আল্লাহ বলেন
” প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথে পরিচালিত যারা নিজেদের ঈমানকে জুলুমের (শিরক এবং কুফর) সাথে মিশ্রিত করেনি”
সূরা আল- আন’আমঃ৮২
কাজেই আমরা ঈমান আনব,এবং অনাচার থেকে নিজেদের বাচিঁয়ে রাখব।আল্লাহ তায়ালা আমাদের আত্মিক ও মানসিক শান্তি প্রদান করুক।
সংক্ষেপিত।
(“প্রশান্তির খোঁজে ”
নোমান আলি খান।)
আমি কখনও রিভিউ লিখিনা।আজকে লিখলাম।
নোমান আলি খান এর লেকচার খুব ন্যারেটি, চিন্তা করতে শিখায়।
উনার ভাষা আর এক্সেন্ট মনোযোগ না দিলে বুঝতে কষ্ট হয়।
এই বই টা তাই খুব ভালো লাগল