Description
📚বইঃ-মুক্ত বাতাসের খোঁজে📚
🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
🔷সকল পর্ব পাবেন এখানে🔷
https://youtube.com/playlist?list=PLZkv6D_e8R8EQkNitdS0OTzEp-p3Gkn0S
📚বই রিভিউ📚
সমাজের বড় বড় অধঃপতনগুলোর বেশিরভাগের পিছনেই দায়ি এই পর্নোগ্রাফি। যেমন ধরুন ধর্ষণ! বর্তমান যুগের অধিকাংশ ধর্ষণের পেছনে পর্নোগ্রাফির হাত রয়েছে। সেদিন একজন আমায় জানালো, তাদের এলাকায় ৯ বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকের বয়স ১২ কি ১৩ বছর। সবাই খুব অবাক হলো যে এই বয়সের একটা ছেলের মধ্যে কীভাবে ধর্ষণের মানসিকতা আসে? খোঁজ নিয়ে জানা গেল যে ছেলেটি পর্ন-আসক্ত ছিল। ওই ছেলের মামা-চাচা থাকায় উল্লেখযোগ্য কোনো বিচার হয়নি।
পর্নোগ্রাফি ১৩ বছরের একটা ছেলেকে ধর্ষকে পরিণত করেছে। সেই সাথে একটি নিস্পাপ বাচ্চার জীবনটা তছনছ করে দিয়েছে। ধর্ষক ছেলেটি তো এতদিনে মনে হয় ছাড়া পেয়ে গিয়েছে, আরও কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে কে জানে। এরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কে দায়ী এর পেছনে?
উত্তরটা আপনার অজানা নয়। যেখানে পর্নোগ্রাফি সবকিছুই ধ্বংস করে দিচ্ছে সেখানে আমাদের সমাজ পর্নোগ্রাফি নিয়ে কথা বলাকে ট্যাবু করে রেখেছে। মানুষকে পর্নোগ্রাফির বিরুদ্ধে সচেতন করা তো দূরে থাক, সমাজপতিরা পর্নোগ্রাফি নিয়ে মুখ খুলতেই নারাজ। অধিকাংশ মানুষ এটাও জানত না যে পর্নোগ্রাফি তাদের জীবনটা কীভাবে শেষ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ কিছু ভাইয়দের অসীম মেহনতের বদৌলতে আজ সমাজে পর্নোগ্রাফির বিরুদ্ধে জোরদার আওয়াজ উঠেছে।
মুক্ত বাতাসের খোঁজে বইটি বাংলাদেশের সর্বপ্রথম বই যা পর্নোগ্রাফির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। লস্টমডেস্টির ভাইদের হাড়ভাঙ্গা খাটুনির পর এই বইটি প্রকাশের মুখ দেখে। বের হওয়ার সঙ্গে সঙ্গে বইটি চারদিকে আলোড়ন তুলে। যুবসমাজ সচেতন হতে শুরু করে পর্নোগ্রাফির বিরুদ্ধে। হাজার হাজার পথহারা যুবক এই বইটির বদৌলতে পর্নোগ্রাফির ভয়াল থাবা থেকে মুক্তি পায়। যুবসমাজের জন্য বইটি অক্সিজেনরূপে কাজকরে। বইটির ব্যাপারে যতই বলব ততই কম হবে। এই বইটি বাংলাদেশের হাজার হাজার তরুণ-তরুণীদেরকে দিয়েছে ‘মুক্ত বাতাসের খোঁজ’
আপনি পর্ন-আসক্ত হন আর নাই হন, আর আপনার জন্য এই বইটি পড়া জরুরি। প্রতিটি মানুষের জন্যই এই বইটি পড়া আবশ্যক। আমি হলফ করে বলতে পারি, বইটি আপনার চিন্তাজগতে বিপ্লব সৃষ্টি করবে। আপনার বড্ড উপকার করবে এই বইটি। একবার পড়েই দেখুন না, ইনশাআল্লাহ হতাশ হবেন না।