Playlist Audiobooks
Description
📚বইঃ-এবার ভিন্ন কিছু হোক📚
🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
🔷সকল পর্ব পাবেন এখানে🔷
https://youtube.com/playlist?list=PLZkv6D_e8R8EZACv_P5-bQwF0WxtsnjlY
📚বই রিভিউ📚
বই পড়ে আগে কখনো চোখ দিয়ে অশ্রু পড়েনি কারণ মনে বোধই হয়নি আমি যে তিলে তিলে গুনাহ করছি কিন্তু যখন আমি অধম বেলা ফোরাবার আগে এবং এবার ভিন্ন কিছু হোক বই দুটো থেকে এমন কিছু টপিক পড়েছি যার দরুন আমি আমার চোখকে আটকাতে পারিনি ঝর ঝর করে অশ্রু পড়তে থাকে কারণ আমি ছিলাম বড় মাপের পাপী। আমি বুঝতে পারি যে আমি মুসলমান হিসাবে কিভাবে দিন কাটাচ্ছি,কিভাবে আমি কোরআনকে অবহেলা করছি, কিভাবে রাসুলের তরিকা ছেড়ে মনচাহী জিন্দেগী পার করছি। ঐ বইগুলো পড়ার পর আমি উপলব্ধি করতে পেরেছি যে আসলেই আমি বড় মাপের অপরাধী। আমার গুনাহ সাগরের ফেনা পরিমাণের চেয়েও বেশি। আল্লাহ তায়ালা আরিফ আজাদ ভাইকে সর্বোত্তম প্রতিদান দান করুক।