তারেক মাহান্না কর্তৃক রচিত 'কখনও ঝরে যেও না' বই এর সত্যিকারের সুখ অধ্যায় থেকে সংগৃহীত।
কখনও ঝরে যেও না’ বইয়ের ভূমিকা
..................
রুটিন মাফিক এই যাপিত জীবনে ইসলামটা আজ আমাদের কাছে বিশ্বাস কিংবা আদর্শ নয়—অভ্যাস। ঠিক যেন নয়টা থেকে পাঁচটা একটি গত্বাঁধা জীবনের পাণ্ডুলিপি। ঝিমুনি আসা জুমার খুতবা, এ প্লাস পাওয়ার সহজ সাবজেক্ট ‘ইসলাম শিক্ষা’, চায়ের কাপে-ফেসবুকে-সুরেলা ওয়াজ মাহফিলে-বুকশেলফে সাজিয়ে রাখা কুরআনে— ইসলামটা বাক্সবন্দী অভ্যাস হয়ে আমাদের সাথেই কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন৷ সেই বাক্সটা খুলে কেউ যখন দেখিয়ে দেয় আমাদের এই নির্লিপ্ত জীবনের অসারতা, মেরুদণ্ডহীন এই বেঁচে থাকা, কিংবা যখন বুঝিয়ে দেয় যেটাকে আমরা ইসলাম বলে যত্ন করে বাক্সবন্দী করে রেখেছি, সেটা আসলে ইসলাম নয়—তখন যেন প্রবল ঝাঁকুনি দিয়ে জেগে উঠার মতাে অনুভূতি হয় আমাদের। এই বইয়ের প্রতি পাতায় পাতায় তেমনই অনেকগুলাে ঝাঁকুনি অপেক্ষা করছে পাঠকের জন্য। তারিক মেহান্না। যে একবার তাঁর লেখা পড়েছে, মােহাচ্ছন্ন হয়েছে নিঃসন্দেহে। তাঁর লেখা পড়া যেন মনের জানালা খুলে নীল আকাশ দেখার মতাে।
Related Tag:#বুদ্ধিমান ,#সত্যিকারের_সূখ,বুদ্ধি বাড়ানোর উপায়,বুদ্ধিমান হওয়ার উপায়,বুদ্ধিমানদের বৈশিষ্ট্য,বুদ্ধিমান চেনার উপায়,চালাক হওয়ার উপায়,buddhi baranor upai,ইবনে তাইমিয়া,খালেদ ইবনে ওয়ালেদ (রাঃ),আলী (রাঃ),ওমর (রাঃ),যেভাবে আপনি সবচেয়ে বুদ্ধিমান হবেন,mysteries world knowledge,কখনও ঝরে যেও না,কখনো ঝরে যেও না pdf,কখনো ঝরে যেও না,kokhono jhore jeo na,tarek mehanna,তারিক মেহান্না,jhore,jeyo,revive your iman,islamic audio book,bangla islamic audio book,islamic boi,record kora boi