Playlist Audiobooks
Description
📚বই-অনেক আঁধার পেরিয়ে📚
🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
🔷সকল পর্ব পাবেন এখানে🔷
https://youtube.com/playlist?list=PLZkv6D_e8R8GRWEdnkzfUt3vYqAfMGsVt
📚বই রিভিউ📚
বইটি পড়ার অনুভূতি শুধু এটুকুই বলব লেখাগুলো পড়েছি,ভেবেছি, কেঁদেছি নিজের উদাসীনতার কথা ভেবে। প্রত্যকেটা গল্প পড়ে মনে হয়েছে এ যে আমারই গল্প কিংবা আমার আশেপাশের মানুষগুলোর জীবনে ঘটে যাওয়া গল্প।
টুকরো টুকরো গল্পগুলো শুধু গল্প নয় টুকরো টুকরো আলোও বটে। যে আলোর বিচ্ছুরণ নিজে এবং নিজের আশেপাশের অন্ধকারে থাকা মানুষগুলোকেও আলোকিত করবে।( ইনশাআল্লাহ)
[অন্ধকার থেকে আওয়াজ আসে, অন্ধকার খুবই খারাপ। আলোতে এসে দেখো কত কি অপেক্ষা করছে তোমার জন্য। হঠাৎ করে অন্ধকার থেকে আলোতে আসলে সবকিছু ঝাপসা মনে হয়। সময় প্রয়োজন আলোটা সওয়ার জন্য… তার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করাই শ্রেয়। তবেই … আলোর উপকারিতাটা পরিলক্ষিত হবে]
লেখায় যেন জাদু আছে। প্রতি পাতায় চোখ ভিজে যায়৷ বার বার পড়লেও যেন ক্লান্ত হবো না৷
#তাদের_কিছু_কথাঃ
স্বপ্ন ঠিক করে দেয় ওরা…
বড়সড় একটা ফ্ল্যাট, সিক্স ডিজিট স্যালারির জব, সুন্দরী বউ, গ্যারাজে লেইটেস্ট মডেলের গাড়ি, বছরে দুবার ট্যুর অথবা সাদা চামড়ার দেশের গ্রিন কার্ড… ব্যস তুমি সফল।সততা? আদর্শ? মূল্যবোধ?ধুর, ভুলে যাও ওসব! ছলচাতুরির চাদর গায়ে জড়িয়ে নাও নির্দ্বিধায়, দুরভিসন্ধির খেলা খেলে যাও শর্তহীনভাবে। সফল হতেই হবে নাহলে তুমি পিষ্ট হয়ে যাবে জন-অরণ্যের-সামাজিকতার-চাপে। তোমার জীবন হবে ষোলো আনাই বৃথা।আমরা ভুল করি। স্বপ্ন-সুখ ছোঁয়ার মাতাল নেশায় মত্ত হয়ে আর সবকিছুকে দূরে সরিয়ে গৃহপালিত জীবনযাপন করে পার করে দিই মাটির পৃথিবীর এই এক জীবন। সুখ পাই না। যারা লক্ষ্যে পৌঁছে তারাও অবাক হয়ে দেখে সেখানেও সুখ নেই। সুখ তা হলে কোথায়?কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম। সুখ, সফলতা, স্বপ্নের আলেয়াকে ঠিকই তারা চিনতে পারেন। স্বপ্ন-বেচা চোরাকারবারিদের মধুর কথাও ভোলাতে পারে না তাদের। ঠিকই তারা চিনে নেন চিরসুখের, চিরশান্তির, চিরসফলতার সেই পথ। সুখ সন্ধানীদের ভালোবেসে চিনিয়ে দেন…
পথিক, সুখ এই পথে, এ পথেই আছে…কী সেই পথ ? সেই পথের দিশা নিয়েই ‘অনেক আঁধার পেরিয়ে’
#লেখক_পরিচিতঃ
প্রিয় জাভেদ কাইসার ভাই,ভাইটিকে আমি চিনেছি তার মৃত্যু নিয়ে এক প্রিয় দ্বীনি বোনের পোস্টে।ভাইটি বাংলাদেশে জন্মেও সূদুর মক্কার মাটিতে শুয়ে আছেন। অসামান্য সুন্দর,ঈর্ষনীয় মৃত্যু ভাইটিকে মনে করিয়ে দেয়।অল্প কয়েক বছর ধরে দ্বীনের দিকে ফিরে আসেন,তবুও এত অসাধারণ ভাবে আল্লাহর ঘরের সামনে আল্লাহর পবিত্র কালেমা পাঠরত অবস্থায় আল্লাহর কাছে ফিরে যাওয়ার তাওফিক পেয়েছেন।আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌসে সম্মানিত করুন।যদি উনার সম্পর্কে জানতে চান,উনার ভাবনাগুলো উপলব্ধি করতে চান,তবে তার লেখা বইটি সে সুযোগ করে দিবে ইনশাআল্লাহ্!বেঁচে থাকতে তিনি দ্বীনের দাওয়াহ দিতে চেয়েছিলেন,মৃত্যুর পরেও আল্লাহ তার কথাগুলো মানুষের হাতে হাতে পৌঁছাতে ঠিক ব্যবস্থা করে দিলেন,আলহামদুলিল্লাহ! কত উত্তম রিজিক! সুবহানাল্লাহি ওয়াবি-হামদি।
#বইটি_যাদের_জন্যঃ
যারা ইসলামে চলার পথে নতুন তাদের জন্য বইটি খুব ই উপকারী। লেখক খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ইসলামের সকল দিক৷
#বইটি_কেন_পড়বেনঃ
দ্বীন পালনের অনুপ্রেরণা যোগানোর জন্য অসাধারণ একটি বই। ভাইয়ের এই বইটি আল্লাহ তা’য়ালা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। আমীন।
এই বইটির প্রকাশের সাথে জড়িত সকলকে আল্লাহ উত্তম প্রতিদান করুক। আর বইটির লেখাগুলোর প্রকৃত লেখক( রাহিমাহুল্লাহ কে) আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করুক।